হরতালে ৮ জেলায় সার সরবরাহ বন্ধ ॥ আটক ৬
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ৮ জেলায় দুই দিন ধরে সার সরবরাহ বন্ধ রয়েছে। জেলাগুলো হল ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ। এদিকে সার সরবরাহ বন্ধ থাকায় ৮ জেলায় সার সংকটের আশস্কা করছে সার ব্যবসায়ীরা। সার সরবরাহ বন্ধ থাকায় কারখানার প্রধান গেইটের সামনে সার পরিবহনের অপেক্ষায় আটকা পরেছে কয়েক’শ ট্রাক। এদিকে গতকাল মঙ্গলবার ভোর থেকে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। খন্ড খন্ড মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হরতালের দ্বিতীয়দিনে বিকেলে পর্যন্ত দোকানপাট ও দূরপাল্লার যানবাহনসহ সব যান চলাচল বন্ধ থাকে। এছাড়াও ঢাকা-সিলেট-কুমিল্লা-সিলেট মহাসড়কে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়নসহ টহল দেয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনার আশংকায় শহরের অন্তত ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।